প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৫, ৮:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৪, ২০২৪, ৬:৩৫ এ.এম
রাজশাহী জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার পদে রদবদল

# বিশেষ প্রতিনিধি, রাজশাহী..................................................................................
রাজশাহী জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার পদে শাহাদত হোসেনকে বদলি করা হয়েছে। এর আগে তিনি বগুড়া জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার পদে ছয় বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করেন। তিনি বিতর্কিত কালচারাল অফিসার ও নারী নির্যাতন মামলার আসামি আসাদুজ্জামান সরকারের স্থলাভিষিক্ত হবেন।
নির্ভরযোগ্য সূত্র জানায়, আসাদুজ্জামানের বিরুদ্ধে উত্থাপিত গুরুতর অভিযোগের ব্যাপারে রাজপাড়া থানায় ফৌজদারী মামলা যেমন চলমান তেমনি বিভাগীয় পর্যায়ে একাধিক তদন্ত চলছে। একই সাথে তাকে বদলি করা হয়েছে লালমনিরহাট জেলা কালচারাল অফিসার পদে। রাজশাহী জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার পদে বদলি হওয়া শাহাদাত হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল বিভাগে মাস্টার ডিগ্রী অর্জনের পর চাকরিতে যোগদান করেন। তিনি ছাত্র জীবন থেকে অনুশীলন নাট্যগোষ্ঠীর সাথে সম্পৃক্ত। তার বাড়ি নাটোর জেলার সিংড়া উপজেলায়।
এদিকে রাজশাহী বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও শিল্পী সমাজের অনেকেই বিদায়ী কালচারাল অফিসার আসাদুজ্জামান সরকারের দুর্নীতি ও যৌন হয়রানিমূলক কর্মকাণ্ডের বিচার চেয়েছেন। তারা এজন্য তার দৃষ্টান্তমূলক শাস্তি ও অন্য কোন জেলায় একই ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের সুযোগ না দেয়ার দাবী জানিয়েছন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর