নিজস্ব প্রতিবেদক, রাজশাহী................................
জেলার জেলা পরিষদ নির্বাচনে প্রচারণার সময় প্রতিপক্ষের দ্বারায় হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান আখতার। শুক্রবার (৭ অক্টোবর) সকালে নগরীর বঙ্গবন্ধু হাইটেক পার্কের পাশে একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এ ঘটনা গুলোর সুষ্ঠু তদন্ত দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ৫ অক্টোবর রাত সাড়ে দশটায় রাজশাহীর মোহনপুরে প্রচারণার সময় স্থানীয় এমপি আয়েন উদ্দিনের উপস্থিতিতে তার সহযোগিরা প্রচার-প্রচারণা কারীদের উপর হামলা চালায়। এ ঘটনায় মারধর গাড়ি ভাঙচুর এবং নেতাকর্মীদের মোবাইল ফোন, টাকা সহ অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেয়ার অভিযোগ আনেন । তিনি দাবি করেন নির্বাচনে অংশ নেয়ার পর থেকেই তাকে নানাভাবে হুমকি ভয়-ভীতি দেখানো হচ্ছে। গত ১৫ দিনের মধ্যে জেলার দুর্গাপুর ও বাঘায় প্রচারণার সময় তার ওপর বারবার হামলা হয়। এরই মধ্যে তার নেতাকর্মী ১৯ জনের নামে মিথ্যা মামলা দায়ের করেছে প্রতিপক্ষ।
এছাড়াও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মীর ইকবালের কাপ-পিরিচ প্রতীকে নির্বাচন কমিশনের দেয়ার নির্দেশনা অমান্য করে কয়েকগুণ বেশি পোস্টার ব্যানার ফেস্টুন ছাপিয়ে প্রচারণার অভিযোগ করেন তিনি। বর্তমানে এ প্রার্থী নিজেকে নিরাপদ মনে করছেন না, তাই রিটার্নিং কর্মকর্তার কাছে নিজের এবং তার ভোটারদের নিরাপত্তা জন্য আকুল আবেদন জানান তিনি। চলমান পরিস্থিতি অব্যাহত থাকলে আসন্ন নির্বাচন সুষ্ঠু হবে না বলে তিনি সংশয়ের প্রকাশ করেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর