# আশিকুল ইসলাম, রাজশাহী..................................................
রাজশাহী জেলা পুলিশ সুপার সাইফুর রহমান বলেছেন আগামী ৭ই জানুয়ারি সংসদ নির্বাচনের দিন রাজশাহীতে উৎসব হবে। উৎসব মূখর পরিবেশে ভোটাররা ভোট দিবে। যারা উৎসবে বাধা দেয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ সকাল ১১ টায় রাজশাহী জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এ কথা বলেন।
রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ সভায় সভাপতিত্ব করেন। সভায় উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে বাঘা পৌর সভার মেয়র আক্কাস আলী বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে চলেছেন। তিনি বাঘা উপজেলায় মনোনয়নপত্র জমা প্রদান শেষে আচরণবিধি লংঘন করে গত ৩০ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের বাইরে জনসমাগম করে নিজে স্লোগান দিয়েছেন। গত ২ ডিসেম্বর চারঘাটে প্রকাশ্য জনসভায় তিনি পাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম (মিরাজকে) হুমকি প্রদান করেন। সভার সভাপতি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ বলেন বিষয়গুলো আমরা অবহিত হয়েছি।নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনের নির্দেশ যথাযথ ভাবে পালন করা হবে।
এছাড়া সভায় রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান বলেন রাজশাহী শিক্ষা বোর্ডের উপ পরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুর রহিমের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে বোর্ড কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে। রাজশাহী শিক্ষা বোর্ডের ভাবমূর্তি ফিরিয়ে আনার লক্ষ্যে তদন্ত দ্রুত সম্পন্ন করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান রাজশাহী জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেন। জেলা প্রশাসক বলেন বিষয়টি গুরুত্ব সরকারশিক্ষা মন্ত্রণালয়ে জানান হবে।।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর