বিশেষ প্রতিনিধি ঃ রাজশাহীর সকল থানার সার্বিক কর্ম-মূল্যায়নে জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে "বাঘা থানা"কে নির্বাচিত করা হয়েছে। শ্রেষ্ঠ থানার শ্রেষ্ঠ অফিসার আফম আছাদুজামান ও থানার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে( ৩য় বার) এএসআই (নিঃ)/ আব্দুল মালেককে নির্বাচিত করা হয়। গত মে/২০২৫ মাসের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভায় এই মূল্যায়ন করা হয়েছে।
সোমবার (২৩-০৬-২০২৫) রাজশাহীর পুলিশ সুপারের কার্যালয়ে, পুলিশ সুপার (এসপি) ফারজানা ইসলাম পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে শ্রেষ্ঠ বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামানকে এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার আব্দুল মালেককে সম্মাননা সনদ এবং অর্থ তুলে দেন পুলিশ সুপার ।
আব্দুল মালেক বলেন ওসি আসাদুজ্জামান একজন পেশাদার, বিচক্ষণ এবং মানবিক নেতৃত্বের অধিকারী পুলিশ অফিসার। তার নের্তৃত্বেই শুধু অপরাধ দমনই নয়, জনবান্ধব পুলিশিং কার্যক্রম ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ভূমিকা রাখছেন বলেই জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে বাঘা থানা নির্বাচিত হয়েছে। 'টিম বাঘা'র সকল অফিসার ও ফোর্সের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে ওসি আফম আছাদুজ্জামান বলেন,পুলিশের পেশাগত উন্নতির এই ধারাবাহিকতা আগামী দিনগুলিতেও বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করছি।
তিনি বলেন একজন পুলিশ অফিসারের প্রকৃত সফলতা তখনই আসে, যখন তার কাজের মূল্যায়ন হয়। তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় এমন সম্মাননা আমার একার নয়, পুরো বাঘা থানা পুলিশের। #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর