আশিকুল ইসলাম, রাজশাহী......................................................................
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের কারাবন্দি বিএনপি নেতা মনিরুল ইসলাম ওরফে মনির হোসেন (৫১) মারা গেছেন। বিস্ফোরক মামলার আসামি হিসেবে তিনি (হাজতি নং-১০০৪৩/২৩) কারাগারে আটক ছিলেন। সোমবার সকালে গোসল করতে গিয়ে পা পিছলে পড়ে গিয়ে তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার নিজাম উদ্দিন। মনিরুল ইসলাম গোদাগাড়ী উপজেলার কাকনহাট রেলস্টেশন এলাকার মৃত আবেদ আলীর ছেলে এবং কাকনহাট পৌরসভার ৬ নং ওয়ার্ড বিএনপির সহ প্রচার সম্পাদক। গত ৭ নভেম্বর বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠায় পুলিশ।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও কেন্দ্রীয় কারাগারের দেয়া তথ্য মতে, সোমবার সকালে কারাগারের বাথরুমে গোসল করতে গিয়ে পা পিছলে পড়ে যায় মনিরুল ইসলাম। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে কারা কর্তৃপক্ষ। বেলা ১১ টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, কারা কর্তৃপক্ষ লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে। মরহুমের নামাজে জানাজা রাত্রি ৮ টায় গোগ্রাম ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ড লালপুকুর গোরস্থানে অনুষ্ঠিত হবে। রুহের মাগফিরাত কামনা করছি এবং মৃত্যুর সঠিক কারণ জানার জন্য তদন্ত দাবি করছি।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর