সোমবার জিয়াউল কবীর স্বপন..............................................................
বাংলাদেশের রাজশাহী ও ভারতের মুর্শিদাবাদ জেলার সিমান্ত লাগোয়া বহমান পদ্মা নদীর প্রস্থগামী নৌবন্দর চালু হচ্ছে সোমবার। দুই দেশের সরকারি কর্তৃপক্ষ এ উদ্যোগ নিয়েছে বলে জানে গেছে। যথাযথ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সরকারি ভাবে এ নৌবন্দর উদ্বোধন করবেন বাংলাদেশের নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
বাংলাদেশের রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সুলতানগঞ্জ ওপার ভারতের পশ্চিম বংগের মুর্শিদাবাদ জেলার সাদরদিঘী থানার ময়া নামক এলাকা হবে উক্ত নৌবন্দর বাণিজ্য কেন্দ্র। এতে করে এ নৌপথ রুটে চোরা কারবারিদের বেআইনী কাজ নির্মুল হয়ে দুদেশের আমদানি রপ্তানি পণ্য বৈধ ভাবে দেয়া নেয়ার পথ উন্মুক্ত হবে। উভয় দেশের উক্ত দুই এলাকা নৌবন্দরের মর্যাদা লাভ করবে।কম খরচে পন্য আদান প্রদানে ব্যবসায়ীরা উপকৃত হবে।
ব্রিটিশ আমলে দুই দেশ এক ছিল আর পাকিস্তান আমলে দুই দেশের রাজশাহী মুর্শিদাবাদ নদী পথে নৌরুট৷ চালু ছিল। কোটি কোটি টাকার ব্যবসা হতো। কিন্তু স্বাধীনতা যুদ্ধের সময় এ নৌরুট বন্ধ হয়ে যায়। ফলে ব্যবসা চলে যায় কালবাজারী দের কবলে। এখন তা বন্ধ হয়ে বাংলাদেশ থেকে তৈরী পোশাক, মাছ, পাট, চামড়া, টমেটো, আম ইত্যাদি ভারতে যাবে অপর দিকে ভারত থেকে মার্বেল পাথর, খনিজ বালু, সিমেন্টর কাঁচামাল ইত্যাদি বাংলাদেশে আসবে।
রাজশাহীর সুলতানগঞ্জ ও ভারতের ময়া এলাকার দূরত্ব মাত্র ১৭ কিলোমিটার।এর মধ্যেই রয়েছে আন্তর্জাতিক পদ্মা নদী ও সীমান্ত। দুই দেশের উক্ত এলাকা থেকে পাকা মহাসড়ক খুবই কাছে। এতে করে সুলতানগঞ্জ- ময়া নৌবাণিজ্যে ব্যবসায়ী দের পরিবহন, শ্রমিক ইত্যাদি খরচ খুবই কম হবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটি'র চেয়ারম্যান আরিফ আহমেদ চৌধুরী।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর