নিজস্ব প্রতিবেদক................
রহনপুর থেকে রাজশাহী অভিমুখি মহানন্দা এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপকারী এক ব্যাক্তিকে ট্রেন থামিয়ে আটক করেছে রেলওয়ে পুলিশ। আটককৃতদের নাম শামসুল আলম। তার বাড়ী জেলার গোদাগাড়ীতে।
জিআরপি পুলিশ সূত্রে জানা গেছে রহনপুর থেকে রাজশাহী অভিমুখি মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি ২ আগস্ট সকাল সোয়া ৮ টায় রাজশাহীর কোট স্টেশন থেকে ছাড়ার সময় এক ব্যক্তি ট্রেনটিতে পাথর নিক্ষেপ করে এতে ওই ট্রেনের এক শিশু যাত্রী আহত হয়। ট্রেনের গতি কম থাকায় ট্রেনের কর্তব্যরত রেল পুলিশ ট্রেন থেকে নেমে স্থানীয়দের সহযোগিতায় ধাওয়া করে ওই পাথর নিক্ষেপ কারিকে আটক করে রাজশাহী রেলওয়ে থানায় নিয়ে আসে। রেলে থানার এসআই সাহাদাত জানান, আটক শামসুল আলম মস্তিষ্ক বিকৃতি ও পাগল। তাই তাকে তার অভিভাবকেরা মুচলেকা দিয়ে নিয়ে গেছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর