আবুল হাশেমঃ
পেস্টিসাইড রিস্ক রিডাকশন-প্রজেক্টের অন্তর্ভুক্ত গ্লোবাল এনভায়রনমেন্ট ফেসিলিটির অর্থায়নে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার কারিগরি সহায়তা এবং কীটতত্ত্ব বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এর বাস্তবায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী অঞ্চলের মোট মোট ১০০ জন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এবং উপসহকারী কৃষি কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী অঞ্চলে অনুষ্ঠিত হয়।
বালাইনাশক ব্যবহারের বর্তমান অবস্থা, বিভিন্ন পোকা ও বালাই দমনে বালাইনাশক নির্বাচনের মৌলিক নীতিসমূহ, বাংলাদেশে অধিক বিপদজনক বালাইনাশকের সংখ্যা, মানুষের স্বাস্থ্য ও পরিবেশের ওপর তাদের প্রভাব, অধিক বিপদজনক বালাইনাশকের বিকল্প এবং মাঠ পর্যায়ে এ সকল বিপদজনক বালাইনাশকের ব্যবস্থাপনা সম্পর্কে কিভাবে সক্ষমতা উন্নয়ন করা যায় সে সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।কর্মকর্তারা তাদের মাঠ পর্যায়ের অভিজ্ঞতা এবং বালাইনাশকের বিভিন্ন সমস্যাদি তুলে ধরেন।
তারা বলেন বাংলাদেশে কতগুলি অধিক বিপদজনক বালাইনাশক রয়েছে এবং তাদের বিকল্পসমূহ কি কি হতে পারে সে বিষয়ে এতদিন পর্যন্ত তাদের কোন ধারণা ছিল না কিন্তু এই প্রশিক্ষণের মাধ্যমে তারা অনেক কিছু জানতে পেরেছেন। বিশেষ করে অধিক বিপদজনক বারেনাশকের সংখ্যা মাঠ পর্যায়ে তাদের ব্যবহার স্বাস্থ্য ও পরিবেশের ওপর তাদের প্রভাব ইত্যাদি বিষয়ে গভীর জ্ঞান লাভ করেন।
এছাড়াও একাধিক বালাইনাশকের মিশ্রণ বা ককটেল ব্যবহারের ক্ষতিকর দিকগুলি, কার্যকর বালাই দমনে স্প্রে, ট্যাবলেট এর ভূমিকা উত্তম কৃষি পরিচর্যা ইত্যাদি সম্পর্কেও শিখেন। প্রশিক্ষণার্থীরা বলেন বালাইনাশকের উপর এই ধরনের প্রশিক্ষণ তারা এর আগে কখনো পাননি তাই একদিনের পরবর্তী আরো বেশি সময় নিয়ে এই প্রশিক্ষণ প্রদানের দাবি জানান।
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ ম্যানুয়াল প্রদান করা হয়। সকাল দশটায় রাজশাহী অঞ্চলের সম্মানিত অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ডক্টর মোঃ আজিজুর রহমান এই প্রশিক্ষণ সম্পর্কে স্বাগত বক্তব্য প্রদান করেন। এই প্রজেক্ট এর টিম লিডার প্রফেসর ডক্টর গোপাল দাস, কীটতত্ত্ব বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ একজন বিশেষজ্ঞ প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন।
এছাড়াও অধ্যাপক ডক্টর মোহাম্মদ রমিজ উদ্দিন, অধ্যাপক ডক্টর মোঃ মাহবুবুর রহমান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী অঞ্চলের কর্মকর্তারা প্রশিক্ষণ প্রদান করেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর