মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজশাহীর ৬টি আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে। সোমবার (৩ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারা দেশে ২৩২টি আসনের প্রার্থী ঘোষণা করেন। এতে রাজশাহীর ৬টি আসনেও প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
রাজশাহীর আসনগুলোতে বিএনপির প্রার্থীরা হলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর): মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন রাজশাহী-২ (সদর): মিজানুর রহমান মিনু রাজশাহী-৩ (পবা-মোহনপুর): অ্যাডভোকেট শফিকুল হক মিলন রাজশাহী-৪ (বাগমারা): ডিএম জিয়াউর রহমান রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর): অধ্যাপক নজরুল ইসলাম রাজশাহী-৬ (বাঘা-চারঘাট): আবু সাঈদ চাঁদ বিভিন্ন জল্পনা-কল্পনা ও তীব্র প্রতিযোগিতার পর রাজশাহীর এই ছয়টি আসনে দলের পক্ষ থেকে প্রার্থী মনোনয়ন চূড়ান্ত হওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।
মনোনয়ন পাওয়ার পর রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন এক প্রতিক্রিয়ায় বলেন, এটি শুধু আমার ব্যক্তিগত সম্মান নয়, গোদাগাড়ী-তানোরের মানুষের আস্থা ও ভালোবাসার প্রতিফলন। আমি বিশ্বাস করি—আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষের পক্ষে কাজ করব। দল-মত নির্বিশেষে জনগণের অধিকার ফিরিয়ে আনাই হবে আমাদের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, রাজশাহীর এই সীমান্তবর্তী আসনে উন্নয়ন, শিক্ষার প্রসার এবং কৃষকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই হবে আমার অঙ্গীকার। বিএনপি গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার পুনরুদ্ধারে বদ্ধপরিকর। সেই আন্দোলনের অংশ হিসেবেই আমি মাঠে থাকব জনগণের সঙ্গে।
দলের স্থানীয় নেতাকর্মীরা জানান, শরিফ উদ্দিনের মনোনয়নে তৃণমূল পর্যায়ে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, তার অভিজ্ঞতা, পরিচ্ছন্ন ভাবমূর্তি ও সাংগঠনিক দক্ষতা রাজশাহী-১ আসনে বিএনপির অবস্থান আরও শক্তিশালী করবে। রাজশাহী-১ আসনটি ঐতিহ্যগতভাবে গুরুত্বপূর্ণ। এবারের নির্বাচনে এই আসনে জামায়াতের প্রার্থীর সঙ্গে আড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে বলে মনে করছেন অনেকেই । বিএনপি মনোনয়ন ঘোষণার পর থেকেই স্থানীয় পর্যায়ে নির্বাচনী প্রস্তুতি জোরদার করা হচ্ছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর