মোহনপুর, রাজশাহী প্রতিনিধি……………………………………………..
দেশ মাতৃকার শুভ কল্যান কামনায় ও বিশ্ব শান্তি কল্পে রাজশাহী মোহনপুর উপজেলার কেন্দ্রীয় মন্দির (বিদ্যাধরপুর) সনাতন ধর্মাবলীদের ২৭/১০/২২ বৃহস্পতিবার হতে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ৪০ তম ৪ দিন ব্যাপি লীলা কীর্ত্তন। আগামীকাল কুন্জু ভঙ্গের মাধ্যমে শেষ হবে অনুষ্ঠান টি।
উক্ত অনুষ্ঠানে উপস্হিত হয়েছেন রাজশাহী জেলার হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি অসিত কু্মার ঘোষ, রাজশাহী জেলার পূজা উদযাপন পরিষদের সভাপতির অম্বর কুমার সরকার। মোহনপুর উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি ও রাজশাহী জেলা পরিষদের সদস্য দীলিপ কুমার সরকার তপন।
এছাড়াও ৫নং বাকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মান্নান। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা, প্রভাষক আমজাদ হোসেন, দুলাল মাষ্টার, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আঃ মালেক, সম্পাদক এনতাজ আলী। অনুষ্ঠানটি সার্বিক সহযোগীতায় আছেন হরিবাসর কমিটির সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র সরকার।
নারায়ন চন্দ্র সরকার বলেন এবারে আমাদের বিদ্যাধরপুরে রেকর্ড পরিমানে ভক্ত বৃন্দ উপস্থিত হয়েছেন, যা ইতিপূর্বে এত ভক্তবৃন্দ কখনো হয় নাই।
আরো সহযোগিতা ছিলেন অজয় চন্দ্র সাহা, প্রদীপ কুমার, শ্যামল মাস্টার, গৌর সাহা, প্রভাষক তপন সরকার, নিখিল চন্দ্র সরকার, সুজিত মাস্টার, সুকুৃমার মাস্টার, ববিন কুমার, জীবন কুমার, অনয় কুমার, রতন মাস্টার সহ প্রমূখ।#