মোহনপুর, রাজশাহী প্রতিনিধি................................................
রাজশাহীর মোহনপুরে বিস্ফোরক মামলায় কেশরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর বিএনপির নেতা শফিকুল ইসলামকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করেছে মোহনপুর থানা পুলিশ। গত বুধবার (৩০ নভেম্বর) দিবাগত রাতে কেশরহাট পৌরসভার নাকইল স্কুল মাঠে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল খেলা চলাকালীন তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার শফিকুল ইসলামকে আদালতে প্রেরণ করে থানা পুলিশ।
আটক শফিকুল ইসলাম সাবেক পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম বাদশাহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, থানা পুলিশের নিয়মিত অভিযানে বিস্ফোরক মামলায় শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। আজ ১/১২/২২ বৃহস্পতিবার আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর