# নিজস্ব প্রতিবেদক................................
রাজশাহীর মোহনপুর উপজেলায় বোতল ফেনসিডিল, একটি প্রাইভেট কার (নম্বর-ঢাকা মেট্রো-গ, ১৫-৮৬৫৩ টয়োটা মটরস) ও মোবাইলসেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুর ১২ টার সময় মোহনপুর উপজেলার খানপুর-বাগবাজার থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত যুবক নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর কাদিরাবাদ ক্যান্টনমেন্ট গ্রামের সাদেক আলীর ছেলে মিনহাজুল ইসলাম সবুজ (২৬)।
তবে গ্রেপ্তারকৃত যুবক মোহনপুর গার্লস ডিগ্রি কলেজের পাশে শ্বশুর আজাহার আলীর বাড়ি অধিকাংশ সময় থাকতেন। তার বাবা সদ্য বিদায়ী ট্রাফিক পুলিশ সদস্য।
মোহনপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) সেলিম বাদশাহ বলেন, উপজেলার খানপুর-বাগবাজার আনারুল ইসলামের ওষুধের দোকানের সামনে একটি প্রাইভেট কার থেকে ফেনসিডিল বিক্রি হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবু জাহেদ শেখ সঙ্গীয় অফিসার ফোর্স ঘটনাস্থলে গিয়ে প্রাইভেট কারটি ঘেরাও করে তল্লাশি চালিয়ে প্রাইভেট কারটির ভিতর থেকে ৩০ বোতল ফেনসিডিল জব্দ করে। পরে ফেনসিডিলসহ প্রাইভেট কার জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ।
এ বিষয়ে মোহনপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর