মোহনপুর প্রতিনিধি.......................................................
রাজশাহীর মোহনপুর উপজেলায় ছোট ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে থানায় এসে ঐ মহিলা মামলা দায়ের করেন বলে জানায় পুলিশ। এঘটনায় পরদিন ভিকটিমকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার পাঠানো হয়। অভিযুক্ত ব্যক্তি উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের কুদরত আলীর ছেলে আজাহার আলী (৪২)।
ভিকটিমের পরিবার ও মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে আজাহার আলী তার ছোট ভায়ের বউ এর ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে। কিন্তু ক্ষমতার জোরে আজহার আলী ঘটনাস্থল থেকে সটকে পড়ে। পরে ভিকটিম লোকজনের সাথে পরামর্শ করে থানায় গিয়ে এজাহার দায়ের করেন।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মন্ডল বলেন, এঘটনায় মোহনপুর থানায় ৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০) ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করার অপরাধ; আইনে মামলা দায়ের হয়েছে। আমরা আসামী আজাহার আলীকে গ্রেপ্তারের চেষ্টা করছি, দ্রুত তাকে গ্রেপ্তার করে আদালতেম মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর