প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৬, ২০২৫, ১১:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২২, ২০২২, ৩:১৭ পি.এম
রাজশাহীর বাঘা থেকে চলতি বছরে ২১ দশমিক ২৮ মেট্রিক টন আম রপ্তানি

হাবিল উদ্দিন,বাঘা,রাজশাহী.............................
রাজশাহীর বাঘা উপজেলা আমের জন্য অত্যন্ত সুপরিচিত। এ উপজেলার আম দেশ বিদেশে রয়েছে সুনাম ও সুখ্যাতি। বাঘা কৃষি অফিস সূত্রে জানা যায়, করোনা প্যান্ডেমিক এর কারণে দু’ বছর আম রপ্তানি বন্ধ থাকার পর, ২০১৯-২০ অর্থবছর থেকে আবারো বিদেশে আম রপ্তানি শুরু হয়, সে বছর ১৫.০০ মেট্রিক টন এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি হয়। চলতি অর্থবছরে তা বেড়ে ২১ দশমিক ২৮ মেট্রিক টনে পৌঁছিয়েছে।
২০২১-২২ অর্থবছর কন্টাক্ট ফার্মিং সিস্টেম এর চুক্তিবদ্ধ চাষী শফিকুল ইসলাম ছানার আম বাগান থেকে ইংল্যান্ড, ডেনমার্ক, সুইডেন, ইতালি, ফ্রান্স ও হংকং এ সর্বমোট ২১.২৮ মেট্রিক টন আম রপ্তানি হয়। রপ্তানিকৃত আমের মধ্যে হিমাসাগর ৫.৮৬ টন, ল্যাংড়া ১.৪২ টন, আম্রপালি ০.৬০ টন, লক্ষণভোগ ১.২৪ টন, ফজলি ৯.৬ টন, তোতাপুরি ১.৩ টন, বোম্বাই ০.৮৬ টন ও বারি আম-৪ জাতের আম ০.২০ টন রয়েছে।
উল্লেখ্য ০১/০৬/২০২২ তারিখ ইংল্যান্ডে ১.০০ টন ও হংকং এ ০.৫ টন আম রপ্তানির মাধ্যমে বাঘা উপজেলা হতে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছিল।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর