প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৪, ২০২৫, ৯:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৯, ২০২২, ১:৩৯ পি.এম
রাজশাহীর বাঘা আলাইপুর সীমান্তে বিজিবি কর্তৃক ফেন্সিডিল আটক

# হাবিল উদ্দিন,বাঘা,রাজশাহী....................................
রাজশাহীর বাঘা উপজেলার সীমান্ত এলাকায় বিজিবি কর্তৃক অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল আটক করেছে।আলাইপুর বিওপির নায়েক সুবেদার মোঃ আলমগীর হোসাইন এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে।
টহল দলটি গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচার প্রতিরোধ অভিযানের উদ্দেশ্যে রবিবার দুপুর ২টার দিকে বাংলাদেশের অভ্যন্তরে মানিকের চর নামক স্থান দিয়ে ইঞ্জিন চালিত নৌকায় লালপুর দিকে যাচ্ছিল।পরে ঐ স্থানে আসার পর টহল দলকে দেখা মাত্রই নৌকা ফেলে দ্রুত পালিয়ে যায়।সেখান থেকে বিজিবি টহল দল ৯১০ বোতল ভারতীয় ফেন্সিডিল,একটি ইঞ্জিন চালিত নৌকা ও ৫ ফিট দৈর্ঘ্য একটি হাসুয়া জব্দ করে। জব্দকৃত ফেন্সিডিলের মূল্য ৫ লক্ষ ৬৫ হাজার ৫৬০ টাকা। আলাইপুর বিজিবি নায়েক সুবেদার আলমগীর হোসাইন জানান, জব্দকৃত ফেন্সিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে।#
সান/১৪
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর