বিশেষ প্রতিনিধি......................................................................
রাজশাহীর বাঘায় পৃথক অভিযানে ৪১০ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (৪-সেপ্টেম্বর) রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো মো: ইসলাম আলী (২৮) ও সেলিম হোসেন(৩৫) ।
জানা যায় , সোমবার রাতে বাঘা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সবুজ রানা ও উপ-পরিদর্শক নুর আফসার আলীর নেতৃত্বে পৃথক দুটি অভিযান পরিচালনা করে গোকুলপুর এলাকা থেকে জোত কাদিরপুর গ্রামের আফসার আলীর ছেলে ইসলাম আলীকে ২০০ বোতল ও পাকুড়িয়া এলাকা থেকে আতারপাড়া গ্রামের আকবর হাওলাদারের ছেলে সেলিম হোসেনকে ২১০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক করা হয়।
পুলিশ জানায়,নদী পথে ভারত থেকে আমদানি করা ফেন্সিডিলগুলো তারা বিক্রির উদ্দেশ্য নিয়ে আসছিল।
বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) খাইরুল ইসলাম জানান, আটককৃত দু’জনের নামে পৃথক দুটি মাদক মামলা দায়ের করে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর