গত সোমবার (১০ জুলাই/২৩) “দৈনিক আমাদের নতুন সংবাদ” ‘যমুনা প্রতিদিন, দৈনিক উত্তর বঙ্গসহ কিছু, অনলাইন পোর্টাল নিউজ-এ “বাঘায় সাংবাদিককে প্রান নাশের হুমকি, থানায় অভিযোগ’ শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। সংবাদটি তথ্যগত ভুল ও মনগড়া, মিথ্যা বানোয়াট ও ভিত্তিহিন। আমি প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দ্রা জানাচ্ছি।
প্রকৃত বিষয়টি হলো, আবুল হাশেম নামের একজন ব্যাক্তি হাসপাতালের ভিতরে প্রবেশ করে কর্মরত কর্মচারীদের সাথে অশালিন আচরণ করে আক্রমানাত্বক, কথাবার্তা বলে এ্যাম্বুলেন্সের বেশি ভাড়া নেওয়া, পরিবেশ বিষয়ে জানতে চায়। তার পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে সংবাদকর্মী হিসেবে পরিচয় দেন। কোন পত্রিকার সাংবাদিক জানতে চাইলে তিনি সাংবাদিকের পরিচয়পত্র না দেখিয়ে তর্কবির্তকে জড়িয়ে পড়েন। হাসপাতালের কর্মচারীরা বিষয়টি নিয়ে আমার সাথে কথা বলতে বলেন। পরে আমার কার্য্যালয়ে তাকে ডেকে নিয়ে কথা বার্তা বলি। এ সময় তার উগ্রভাব মুর্তি দেখে ভদ্রভাবে কথা বার্তা বলতে বলা হয়। সংবাদে প্রান নাশের হুমকিসহ ২০২০ সালের ২২ সেপ্টেম্বর দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে বিষয় নিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে, সেটিও সত্য নয়। ওই সময় আমি ঢাকার মিডফোর্ড হাসপাতালে কর্মরত ছিলাম। আমি বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের পর সরকারি ঔষধ সরবরাহসহ কর্মকর্তা/কর্মচারীরা রোগীদের সার্বিক সেবা প্রদান করে যাচ্ছেন। সত্য ঘটনা আড়াল করে আমার ও হাসপাতালের সুনাম ক্ষুন্ন করার লক্ষ্যে মনগড়া,বানোয়াট মিথ্যা সংবাদ সরবরাহ করে প্রকাশ করা হয়েছে।#
প্রতিবাদকারী-
ডাঃ মোঃ আশাদুজ্জামান
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
বাঘা, রাজশাহী।
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর