প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৫, ৮:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২২, ২০২২, ১১:১০ এ.এম
রাজশাহীর বাঘায় ম্যাংগো ব্রান্ডিং কম্পিটিশন-২০২২ এর ফলাফল প্রকাশ

হাবিল উদ্দিন,/আবুল হাসেমবাঘা,রাজশাহী............................
রাজশাহীর বাঘায় ম্যাংগো ব্রান্ডিং কম্পিটিশন-২০২২ এর ফলাফল প্রকাশ করা হয়েছে।বৃহষ্প্রতিবার(২২ জুলাই)রাতে কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল ইসলাম তার ফেইসবুক আইডি থেকে উপজেলা কৃষি অফিসারের কার্যালয় এর পক্ষ্যে এ রেজাল্ট প্রকাশ করেন।
উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, বাঘার আয়োজনে ও উপজেলা প্রশাসন, বাঘার সহযোগিতায় অনুষ্ঠেয় "বাঘা ম্যাংগো ব্রান্ডিং কম্পিটিশন ২০২২" এর পোলিং রাউন্ড এ চূড়ান্তভাবে বিজয়ী তিন জনের নাম ঘোষণা করা হয়েছে।
বিজয়ীরা হলেন,১ম স্থানঃ শারমিন আখতার রাখী, আষাঢ়ী আম, খাঁয়েরহাট।২য় স্থানঃ মাসুদ রানা, বংগবাঁশী, খাগরবাড়িয়া। ৩য় স্থানঃ মোঃ এনামুল হক, ঝিনুক আশ্বিনা, চন্ডিপুর। উল্লেখ্য গত ১০ মে থেকে বাঘা ম্যাংগো ব্রান্ডিং কম্পিটিশন ২০২২ এর ১ম রাউন্ড শুরু হয়। অসংখ্য প্রতিযোগীর মধ্যে থেকে ১ম রাউন্ডের সেরা ১০ জনকে নিয়ে পোলিং রাউন্ড অনুষ্ঠিত হয়।
পোলিং রাউন্ড প্রতিযোগিতায় ৩৭৯৫ জন ভোট প্রদান করেন, তার মধ্যে শারমিন আখতার রাখী ১১৬৮ টি, মাসুদ রানা ১১৪৫ টি ও এনামুল হক ৯০৯ টি ভোট পান। পপুলার ভোট এবং বিচারক প্যানেলের মতামতের ভিত্তিতে সেরা তিন জনকে নির্বাচিত করা হয়। পুরস্কার বিতরণীর তারিখ পরবর্তীতে জানানো হবে। ম্যাংগো ব্রান্ডিং কম্পিটিশন এ কারিগরি সহযোগিতায় ছিল "আমাদের বাঘা-AMADER BAGHA " ফেইসবুক কমিউনিটি গ্রুপ এবং মিডিয়া পার্টনার হিসেবে ছিল কমিউনিটি রেডিও "রেডিও বড়াল ৯৯.০০ এফএম"।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর