বিশেষ প্রতিনিধি..................................................................
রাজশাহীর বাঘায় বুধবার(২৩-৮-২০২৩) দিবাগত রাতে হযরত শাহ্ আব্বাস (রহঃ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরজায় লাগানো তালার বালা কেটে চুরির ঘটনা ঘটেছে।
জানা যায়, ২টি ল্যাপটপ, প্রজেক্টর এবং প্রেজেক্টরের মিউজিক সিস্টেম ,সোলার ব্যাটারি, সোলার চালিত পাখা, বাচ্চাদের ডিজিটাল ম্যাজিক পেন চুরি হয়েছে। চুরির ঘটনা জানেন শিক্ষকরা।
শিক্ষকরা জানান, বৃহসপতিবার সকালে বিদ্যালয়ে এসে দরজায় লাগানো তালা ও লকার ভাঙা অবস্থায় দেখে চুরির বিষয়টি জানতে পারেন। বিদ্যালয়ে কোন নৈশপ্রহরি ছিল বলে জানান শিক্ষকরা। এর দুইদিন আগে বানিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে বিদ্যুৎ চালিত দুইটি ফ্যান চুরির ঘটনা ঘটেছে।
বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক বাদশা মিয়া জানান, চুরির রাতে নৈশপ্রহরী বিদ্যালয়ে ছিলেন না। দায়ভার কাঁধে নিয়ে ফ্যান দু’টি কিনে দিয়েছে নৈশ প্রহরি। হযরত শাহ্ আব্বাস (রহঃ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাইনুল ইসলাম জানান, এ বিষয়ে বাঘা থানায় লিখিত অভিযোগ করেছেন।
বাঘা থানার পরিদর্শক(তদন্ত) সবুজ রানা বলেন, অভিযোগ পেয়ে চোর সনাক্ত করতে তদন্ত চলছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর