# বাঘা (রাজশাহী) প্রতিনিধি................................
রাজশাহীর বাঘায় পুলিশের ঝটিকা অভিযানে ইয়াবাসহ সজিব ইসলাম(২৫)নামক এক যুবককে আটক করেছে। মঙ্গলবার(২৩ আগষ্ট)রাতে বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের কলাবাড়ীয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।আটককৃত ব্যক্তি মহদিপুর গ্রামের মৃত আসিব আলীর ছেলে সজিব ইসলাম।
থানা সূত্রে জানা যায়,মঙ্গলবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে এসআই তৈয়ব আলীর নেতৃত্বে এসআই নূরুল আফছার, এএসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ মনিগ্রাম ইউনিয়নের কলাবাড়ীয়া এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে সজিব ইসলাম(২৫)কে ৫০০পিস ইয়াবাসহ আটক করে পুলিশ। তার সঙ্গে থাকা অপরব্যক্তি কলাবাড়ীয়া গ্রামের আশরাফ আলীর ছেলে জীবন হোসেন দৌড়ে পালিয়ে যায়।
এ বিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি)সাজ্জাদ হোসেন সাজু জানান, এই সংক্রান্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।বুধবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর