# বিশেষ প্রতিনিধি..............................................................
রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাদ কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বাঘায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মে) বিকেল ৫টায় বাঘা উপজেলা আওয়ামীলীগ এর আয়োজন করে।
বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ সাদিক কবীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সহ সভাপতি সাবেক অধ্যক্ষ আমজাদ হোসেন নবাব,জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি রোকনুজ্জামান রিন্টু,উপজেলা আ’লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, সিনিয়র সদস্য মাসুদ রানা তিলু,পৌর আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার,ছাত্রলীগ নেতা নাজমুল হক।
বক্তারা, বিএনপির আবু সাঈদ চাদকে অবাঞ্চিত ও প্রতিহত করার হুশিয়ারি উচ্চারন করে বলেন, বিএনপি যে প্রকৃত অর্থেই সন্ত্রাসবাদের আদর্শকে লালন করে, তা জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বক্তব্যের মধ্যে দিয়েই প্রতিফলিত হয়েছে। সন্ত্রাসীদের গডফাদার আবু সাঈদ চাঁদের এ ধরনের বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি গুরুতর অপরাধের শামিল। ফাঁসির দড়িতে ঝুলিয়ে তার মৃত্যুদন্ড কার্যকরের দাবি জানিয়ে বক্তারা আরো বলেন রাজপথেই বিএনপিকে মোকাবেলা করা হবে।
উল্লেখ্য, গত শুক্রবার (১৯ মে) রাজশাহীর পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রীকে হুমকি দিয়ে আবু সাঈদ চাঁদ বলেন, ২৭ দফা বা ১০ দফা নয়। শেখ হাসিনাকে ‘কবরস্থানে’ পাঠাতে হবে। শেখ হাসিনার পদত্যাগের জন্য যা যা করার দরকার, আমরা করব ইনশাআল্লাহ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর