বিশেষ প্রতিনিধি.....................................................................
রাজশাহীর বাঘায় প্রতিবেশি আশরাফ আলী (৬৫) নামে এক বৃদ্ধের লাশ দেখতে গিয়ে স্ট্রোক করে প্রাণ হারালেন আসলাম আলী (৩৫) নামে এক যুবক। শনিবার উপজেলার আড়ানী পৌরসভার সাহাপুর গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, আড়ানী পৌরসভার সাহাপুর গ্রামে আশরাফ আলী দীর্ঘদিন থেকে ক্যান্সার রোগে ভুগছিলেন। তিনি শনিবার ভোর ৫টার দিকে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর সংবাদ পেয়ে সকাল সাড়ে ৬টার দিকে প্রতিবেশি আসলাম আলী (৩৫) দেখতে যান। তাকে দেখতে গিয়ে হঠাৎ স্ট্রোক করে তিনিও মারা যান। তারা সম্পর্কে পরস্পর প্রতিবেশি ভাই ছিলেন। বয়সে অনেক ছোট বড় হলেও একসঙ্গেই চলাফেরা করতেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন আড়ানী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও সাহাপুর গ্রামের আবদুল হাকিম টুটুল।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর