# বিশেষ প্রতিনিধি, বাঘা, রাজশাহী............................... আজ ( ১৯ জানুয়ারী ২০২৩) বৃহসপতিবার রাওথা(দাড়িপাড়া) গ্রামে অভিযান চালিয়ে র্যাব-৫ ৩শ’৫৫ বোতল ফেন্সিডিলসহ ২জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো, আকবর আলী @ ভুট্টু (৫০), পিতা-মৃতঃ কাশেম আলী, ও শাহাবুল (৩৫), পিতা-মোঃ আতাহার আলীকে গ্রেফতার করেছে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল। গ্রেফতারকৃতদের বাড়ি চারঘাটের রাওথা (দাড়িপাড়া) গ্রামে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ২টি মোবাইল ও ৩টি সীমকার্ড উদ্ধার করা হয়।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্যৗ নিশ্চিত করে জানানো হয়েছে, রাজশাহী জেলার চারঘাট থানাধীন রাওথা (দাড়িপাড়া) গ্রামস্থ মাদক ব্যবসায়ী শাহাবুল (৩৫) এর বসত বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল মজুদ আছে। সেই সংবাদ সুত্রে ঘটনাস্থলের বাড়িতে পৌঁছামাত্রই র্যাবের উপস্থিতি টের পেয়ে ২ জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই তাদেরকে আটক করে। আসামীর বিরুদ্ধে রাজশাহীর চারঘাট থানায় ১৯৭৪ এর ২৫ এর (১)(ন)/২৫ ধারায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর