# আশরাফুল ইসলাম ফরাশী বাগমারা থেকে.............................
রাজশাহীর বাগমারায় প্রথম ধাপে ৬ জন বীর মুক্তিযোদ্ধা পেলো বাসগৃহ ‘বীর নিবাস’। বুধবার সারা দেশের ৫ হাজার বীর মুক্তিযোদ্ধাকে বীর নিবাস হস্তান্তর করা হয়েছে। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ‘বীর নিবাসের’ চাবি হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য ‘ বীর নিবাস’ প্রকল্পের আওতায় বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি নির্মাণ করা হচ্ছে। এরই মধ্যে যে সকল বীর নিবাসের কাজ শেষ হয়েছে সেগুলোর চাবি হস্তান্তর করা হলো। একতলা বিশিষ্ট প্রতিটি বীর নিবাসের ব্যয় ধরা হয়েছে প্রায় ১৪ লাখ টাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এফ,এম, আবু সুফিয়ানের সভাপতিত্বে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের মাঝে বীর নিবাসের প্রতিকী চাবি হস্তান্তর উপলক্ষে প্রশাসনের আয়োজনে বাগমারা উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
একাডেমিক সুপারভাইজার ড. মোহাঃ আব্দুল মুমীত এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, বীর মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল জব্বার, বীরেন্দ্রনাথ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী, উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, সহকারী প্রোগ্রামার তাজরুল ইসলাম মিলন সহ সুবিধাভোগী বীর মুক্তিযোদ্ধা ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
বাগমারা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় মোট ১২ জন বীর মুক্তিযোদ্ধাকে ‘বীর নিবাস’ প্রদান করা হবে। এদের মধ্যে প্রথম ধাপে ৬ জনের মাঝে বীর নিবাসের চাবি হস্তান্তর করা হয়েছে। পরের ধাপে অবশিষ্ট ৬ জন বীর মুক্তিযোদ্ধার মাঝে বীর নিবাসের চাবি হস্তান্তর করা হবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর