1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ  রাজশাহী মহাসড়ক অবরোধ: ঢাকায় বুয়েট শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সীসা উৎপাদন: মোবাইল কোর্টের অভিযান, প্রতিষ্ঠান বন্ধ ধোবাউড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাগমারার তাহেরপুর টু নলডাঙ্গা সড়ক এখন মরন ফাঁদে পরিণত মা-মেয়ের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে নাচোলের মরাফেলা গ্রামে গলব্লাডার অপারেশনে অবহেলা, ৫ দিন আইসিউতে থাকার পর মারা গেল রোগী, বিচার চায় স্বজনরা ধানের শীষে ভোট চেয়ে শিবগঞ্জে বিএনপির গণসংযোগ রূপসায় বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ মহানন্দা ট্রেনে কাটা পড়ে নাচোলে মহিলার মৃত্যু

রাজশাহীর বাগমারায় আ’লীগ নেতা সালাম এর বহিষ্কার আদেশ প্রত্যাহার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বাগমারা আঞ্চলিক প্রতিনিধি…………………………………

বাগমারা উপজেলার আওয়ামী লীগের সাবেক কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুস সালাম প্রামাণিক এর দলীয় বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর স্বাক্ষরিত চিঠিতে বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে।

 

বহিষ্কার আদেশ প্রত্যাহারের খবর ছড়িয়ে পরলে গোয়ালকান্দি ইউনিয়ন জুরে নেতাকর্মীরা মিষ্টি বিতরণের মাধ্যমে আনন্দ উল্লাস করতে দেখা গেছে। এ বিষয়ে আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম বলেন, আমার নামে মিথ্যা অভিযোগ তুলে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। আজ এই বহিষ্কার আদেশ প্রত্যাহারের মাধ্যমে সত্যের জয় হলো। আমি জাতীর পিতার আর্দশ বুকে ধারণ করে সারা জীবন আওয়ামী লীগের রাজনীতি করেছি। ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল কিন্তু ষড়যন্ত্রের মাধ্যমে আমাকে বহিষ্কার করা হয়েছিল আজ সে আদেশ প্রত্যাহার করাতে আমি সহ আমার গোয়ালকান্দি বাসী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ। সেই সাথে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 

এছাড়াও তিনি আরও বলেন, আওয়ামী লীগের রাজনীতি করতে গিয়ে বারবার নিযার্তিত হয়েছি। সব সময় আমাকে অনুপ্রেরণা দিয়েছেন আমার নেতা রাজশাহী-৪ বাগমারা আসনের সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিঃ এনামুল হক এর প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। বিগত সময়ের মত আগামীতেও জাতীর পিতার আদর্শ বুকে ধারণ করে আওয়ামী লীগের রাজনীতি করে যাব।

 

গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল হক রাজু মোল্লা বলেন ,গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতি তে আব্দুস সালাম ভাই এর বিকল্প নেই। আজ গোয়ালকান্দি বাসীর আনন্দের দিন। আমরা গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং রাজশাহী-৪ বাগমারা আসনের সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিঃ এনামুল হক এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট