নাজিম হাসান,রাজশাহী ……………………………………………………….
নদ-নদী ও খালে বিলে সর্বত্র চায়না দুয়ারী জাল দিয়ে বোয়াল, রুই, কাতলা, মৃগেল সহ নানান দেশী প্রজাতির পোনা মাছ শিকার করে বাজারে অবাধে বিক্রি চলছে। নিষিদ্ধ এই জাল দিয়ে পোনা থেকে শুরু করে বিভিন্ন আকারের মাছ ধরায় ইতিমধ্যেই উপজেলার নদী ও অন্যান্য প্রাকৃতিক জলাশয়গুলো অনেকটাই মৎস শূন্য হয়ে পড়েছে। বর্তমানে বাজারে পোনা বা ছোট আকারের দেশি মাছ মিললেও স্বাভাবিক আকারের দেশি মিলছে না বললেই চলে। গতকাল বৃহস্পতিবার এরই ফলে রাজশাহীর বাগমারা প্রশাসনরে অভিযোনে অবৈধ জাল আটক ও পুড়িয়ে ফেলা হয়ছেে ।
সকালে উপজেলা মৎস কমৃকর্তা রবিউল ইসলাম থানা পুলিশের সহযোগিতা নিয়ে উপজেলা শ্রীপুর ইউনিয়নের খয়রা বিল ও ষষ্ট্রীখালি দারায় অভিযান চালায়। এ সময় ১৫ টি চায়না দুয়ারী জাল আটক ও পরে সেগুলো অগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।
উপজেলা মৎস কর্মকর্তা রবিউল ইসলাম জানান,এ বছর মাছের প্রজনন মৌসুমের মৎস সপ্তাহ থেকে শুরু করে এ পর্যন্ত ১৩৫ ািট চায়না দুয়ারী জাল আটক করে সেগুলো আগুন লাগিয়ে ধ্বংস করা হয়েছে। আগামীতেও এসব অবৈধ জাল ধ্বংস করতে আমাদের অভিযান চলমান থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার এ,এফ,এম আবু সুফিয়ান জানান, এই উপজেলায় মৎস আরো প্রসার লাভ করার সম্ভবনা রয়েছে। তাই এখানে সব রকমের অবৈধ জালের ব্যবহার সম্পূর্নরুপে বন্ধ করতে আমরা তৎপর আছি।#