নুর কুতুবুল আলম,বাগমারা, রাজশাহী...................
রাজশাহীর বাগমারায় সম্প্রতি সালেহা ইমারত ফাউন্ডেশনের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী ও সেরা প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে ভবানীগঞ্জ নিউ মার্কেট মিলনায়তনে সালেহা ইমারত ফাউন্ডেশন এক অনুষ্ঠানের আয়োজন করেন। কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান শেষে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানকেও সম্মাননা প্রদান করা হয়।
ভুলক্রমে বেলঘরিয়া হাট ফাজিল মাদ্রাসার পরিবর্তে ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার নাম ঘোষণা করা হয়। এ নিয়ে জনপ্রিয় নিউজ পোর্টাল সবুজনগর ডট কমে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ হয়। বিষয়টি সালেহা ইমারত ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির নজরে আসে। পরবর্তীতে অনিচ্ছাকৃত ভুলের জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়।
শুক্রবার সন্ধ্যায় শিকদারিস্থ সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে বেলঘরিয়া হাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের হাতে ২০২১ সালের আলিম পরীক্ষায় মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় সম্মাননা প্রদান করা হয়। প্রধান অতিথি থেকে বেলঘরিয়া হাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ তাজুল ইসলামের হাতে সম্মাননা তুলে দেন সালেহা ইমারত ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, বেলঘরিয়া হাট ফাজিল মাদ্রাসার সভাপতি আহসান হাবিব, সহ-সভাপতি আকবর আলী, সদস্য শহিদুল্লাহ, সহকারী অধ্যাপক মোস্তফা আল আমিন প্রমুখ। সালেহা ইমারত ফাউন্ডেশন ২০০৬ সাল থেকে কৃতি শিক্ষার্থী ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করে আসছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর