নাজিম হাসান,রাজশাহী .................................................................
মরিচ নিয়ে আবার লঙ্কাকাÐ ঘটেছে । গত কয়েকদিনের টানা বর্ষণ নি¤œচাপ ও বৈরি আবহাওয়ার কারণে সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচে আবার আগুন লেগেছে। দেড়শ’ টাকা কেজির কাঁচা মরিচ এক লাফে তিনশ. টাকা ছড়িয়ে গেছে। বাজারে কাঁচা মরিচের আমদানী কম হওয়ায় অস্বাভাবিক ভাবে এই মূল্য বৃদ্ধি পেয়েছে বলে স্থানীয় রাজশাহীর বাগমারা উপজেলার সদও ভবানীহঞ্জ হাটের ব্যবসায়ীরা।
আজ শুক্রবার ভবানীগঞ্জ হাটবার ছিলো। সকালে এই হাটে গিয়ে দেখা যায় প্রতি হাটে যেখানে মরিচের ব্যবসা করত ১০/১২ জন ক্ষুদ্র ব্যবসায়ী। মরিচের আকাল দেথা দেওয়ায় সেখানে ২/৩ জন ব্যবসায়ী সামান্য কাঁচা মরিচ নিয়ে বসে আছেন। এই হাটে মরিচের দাম ব্যাপক বৃদ্ধি পাওয়ায় অনেক ক্রেতাকে একশ’ গ্রাম ও দুইশ’ গ্রাম করে কাঁচা মরিচ কিনতে দেখা যায়।
এই হাটের কাঁচা মরিচ ব্যবসায়ী সাইদুর ও আকবর জানান, খুব ভোরে হাটে এসেছেন মাত্র পাঁচ কেজি কাঁচা মরিচ পেয়েছেন তাও দুই ঘন্টায় বিক্রি শেষ। একই হাটে কাঁচা মরিচের ক্রেতা চাঁনপাড়া মহল্লার আব্দুল মালেক ও বেলাল হোসেন জানান, হাটে তিনশ’ টাকা কেজি দরে যে কাঁচা মরিচ তারা কিনছেন তাতে ঝাঁঝ বা ঝাল খুবই কম। বাজারে এসব ছাড়া আর অন্য কোন কাঁচা মরিচ না থাকায় তারা বাধ্য হয়ে এসব কিনছেন।
একই হাটের আরেক সবজি ব্যবসায়ী আইনাল জানান, বাজারে প্রায় সব রকম শাকসবজির আমদানী কম হওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুর রাজ্জাক জানান, গত কয়েকদিনের টানা বর্ষণের কারণে কাঁচা মরিচ সহ সবজি ক্ষেত তলিয়ে গেছে। তার পরও স্থানীয় বাজারে যে কাঁচা মরিচ ও সবজি আসছে তা উচ্চ মূল্যে বাইরের বেপারীরা কিনে নিয়ে যাচ্ছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর