# মাহাবুর রহমান মনি, বাগমারা থেকে....................................................
রাজশাহীর বাগমারায় ভুট্টা ক্ষেতে কাজ করার সময় হিটস্ট্রোকে এক কৃষকের মৃত্যু হয়েছে। ওই কৃষকের নাম মন্টু হোসেন (৪৫)। তিনি বাগমারার গোয়ালকান্দি ইউনিয়নের জামালপুর গ্রামের মোসলেম আলীর ছেলে। সোমবার দুপুরে এই ঘটনা ঘটে।
ঘটনার সময় বাগমারার তাপমাত্রা ছিল প্রায় ৪১ ডিগ্রি সেলসিয়াস। পরিবারের সদস্যরা জানান, সকালে বাড়ির অদূরে ভুট্টাক্ষেতে কাজ করার জন্য বের হন মন্টু । বেলা সাড়ে ১২টার দিকে স্ত্রী ভুট্টা ক্ষেতে কাজ করা স্বামীর জন্য জগ ভর্তি পানি নিয়ে যান। এসময় স্বামীকে ক্ষেতের ভেতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের সহায়তায় অটোভ্যানে করে দ্রুত নিকটবর্তী ভবানীগঞ্জের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে আসেন । সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ভবানীগঞ্জ ক্লিনিকের পরিচালক ও চিকিৎসক ডাঃ আব্দুল বারী জানান, কৃষককে মৃত অবস্থায় আনা হয়েছিল। স্বজনদের সঙ্গে কথা বলে ও লক্ষণ শুনে মনে হয়েছে তিনি হিটস্ট্রোকে মারা গেছেন।
নিহতের স্ত্রী সাজেদা বেগম জানান, তীব্র গরমের কারণে তার স্বামীর মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে। এর আগে কোনো রোগ ছিল না তার।
স্থানীয় ইউপি সদস্য ইসরাইল হোসেন বলেন, ক্ষেতে কাজ করার সময় তীব্র গরমে কৃষক মন্টুর মৃত্যু হয়েছে বলে আমার ধারণা।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর