আশরাফুল ইসলাম ফরাশী, বাগমারা প্রতিনিধি……………………………………..
আজ ৭ই জানুয়ারি রবিবার ৫৫ রাজশাহী, বাগমারা-৪ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্ত ও সুষ্ঠু পরি্বেশে অনুষ্ঠিত হয়েছে।
এই বাগমারায় ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভা রয়েছে। এখানে মোট ভোটার সংখ্যা প্রায় ৩ লাখ ৬ হাজার ৩৫২জন। এর মধ্যে নারী ভোটার ১লাখ ৫২ হাজার ৫০০ জন, পুরুষ ভোটার ১ লাখ ৫৩ হাজার ৮৪৯ জন এবং ৩ জন হিজরা ভোটার নিয়ে আজকের এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৮টা বাজার পর থেকেই শীতকে উপেক্ষা করে সাধারণ ভোটার এবং নতুন ভোটার যারা তারা জীবনের প্রথম ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে আসতে থাকে এবং ভোট দেয়। বাগমারায় যত গুলো প্রার্থী আছে এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক এমপি এনামুল হকের কাচিঁ এবং আওয়ামী লীগ প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদের নৌকা মূল প্রতিদন্দ্বী হিসেবে সাধারণ জনগনের কাছে বিবেচিত হয়েছে।
বাগমারা – ৪ আসনের সাধারণ জনগন এবং সাধারন ভোটারদের সাথে সরজমিনে কথা বলে জানা যায়, কোন বড় ধরণের সহিংতা বা মারামারা ঘটেনি। খুব শান্ত ও উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে।
বাগমারা আসনে মোট ১২২টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে নৌকা মার্কার প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ প্রায় ৮০ – ৮৫ % ভোট পেয়ে নির্বাচিত হবে বলে অনেকে তাদের ব্যক্তিগত মত প্রকাশ করেছেন।#