নিজস্ব প্রতিবেদক, রাজশাহী.................................................................
রাজশাহীর পোষ্টাল একাডেমীর সামনের সড়ক থেকে পান ব্যবসায়ীর নিকট ৩৪ লক্ষ ২৭ হাজার টাকা ডাকাতি করা মামলায় মূলহোতা আরাফাত হোসেন তুষারকে অবশেষে গ্রেপ্তার করেছে র্যাব-৫। মঙ্গলবার দিবাগত সন্ধা সাড়ে ৭ টার দিকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার শেখপাড়া এলাকার জনৈক আব্দুস সালামের বাসার ৩য় তলা থেকে তাকে গ্রেপ্তার করে। সে নগরীর লক্ষিপুর ভাটাপাড়া গ্রামের আলতাব হোসেনের ছেলে। বুধবার ৩০ নভেম্বর বুধবার সকালে র্যাব-৫, এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৫ সদর কোম্পানী গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, আরএমপির শাহমখদুম থানার গত ২২ আগস্টের দায়ের করা মামলা নং-২৪/১৭৭ ডাকাত দলের দলনেতা আরাফাত হোসেন তুষারসহ অন্যান্য ডাকাত সদস্যরা গত ২১আগস্ট ভোর সাড়ে ৫ টার দিকে শাহ মখদুম থানাধীন নওদাপাড়া পোস্টাল একাডেমীর সামনে থেকে আটক তুষারসহ কয়েকজন অ্যাম্বুলেন্সে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে, পান ব্যবসায়ীর নিকট থেকে ৩৪ লক্ষ ২৭ হাজার টাকা ডাকাতী করে নিয়ে যায়। সে ওই ডাকাতি ঘটনার মূলহোতা। এর পর র্যাব-৫ আসামী ধরতে অভিযান অব্যহত রাখলে মঙ্গলবার রাতে তাকে ধরতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ সে টাকা ডাকাতি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে।
গ্রেপ্তারকৃত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য শাহমখদুম থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব তা নিশ্চিত করেছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর