# নাজিম হাসান,...........................................
রাজশাহীর পুঠিয়ায় নকল বৈদ্যুতিক তার তৈরির অভিযোগে এক কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযানে এই অর্থ আদায় করা হয়।
এলাকাবাসি জানায়, উপজেলার পূর্ব কাঁঠালবাড়িয়া এলাকায় এবি কেবলস নামে একটি প্রতিষ্ঠান বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের বুদ্ধদেব নকল তার তৈরি করে করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ওই কারখানা থেকে বিআরবি কেবলস এর ৩০০০ গজ প্লাস্টিকের মোড়ক, ৫০০ পিস লেবেল, ২০ কয়েল নকল তার ও পিতলের ফর্মা জব্দ করা হয়। এবং এসময় সেখানে এলুমিনিয়াম দিয়ে তৈরী নি¤œ মানের ঝুকিপূর্ন বৈদূতিক তার উৎপাদন করে প্রচলিত বিভিন্ন ব্র্যন্ডের নামে বাজারজাত করার প্রমানও পাওয়া যায়।
নকল ক্যাবল তৈরির কারখানায় অভিযান চালিয়ে এবি কেবলস নামে একটি প্রতিষ্ঠান বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের নকল তৈরি করছিল । গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই কারখানা থেকে বিআরবি কেবলস এর ৩০০০ গজ প্লাস্টিকের মোড়ক, ৫০০ পিস লেবেল, ২০ কয়েল নকল তার ও পিতলের ফর্মা জব্দ করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধকিার সংরক্ষণ অধদিপ্তররে রাজশাহী বভিাগীয় র্কাযালয়রে সহকারী পরচিালক হাসান মারুফ জানান,নকল ক্যাবল তৈরির কারখানায় অভিযান চালিয়ে এবি কেবলস নামে একটি প্রতিষ্ঠান বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের নকল তার তৈরি করে বাজার জাত করে আসছিল । এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই কারখানা থেকে বিআরবি কেবলস এর ৩০০০ গজ প্লাস্টিকের মোড়ক, ৫০০ পিস লেবেল, ২০ কয়েল নকল তার ও পিতলের ফর্মা জব্দ করা হয়। এবং কারখানাটিকে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর