মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া উপজেলায় র্যাব-৫ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি রাজশাহীর একটি আভিযানিক দল জানতে পারে—কতিপয় মাদক ব্যবসায়ী নাটোর থেকে একটি ট্রাকে গাঁজা বহন করে পুঠিয়া এলাকায় অবস্থান করছে। পরে গোয়েন্দা তৎপরতায় বিষয়টি নিশ্চিত হয়ে রাতে অভিযান চালিয়ে ড্রাইভার মোঃ কাশেম আলী (৩২) ও হেলপার মোঃ জয় হোসেন (৩০) কে হাতেনাতে গ্রেফতার করা হয়। অভিযান চলাকালে তাদের ট্রাকের চালকের সিটের পিছনে কেবিনের ভেতর অভিনব কায়দায় লুকানো ১৬ কেজি ১০০ গ্রাম গাঁজা, ট্রাক, গাড়ির কাগজপত্র এবং দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব সূত্র জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে আন্তঃজেলার সংঘবদ্ধ মাদকচক্রের সক্রিয় সদস্য। তারা ট্রাকে মালামাল পরিবহনের আড়ালে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করছিল।
ধৃত আসামিদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। র্যাব জানায়, মাদক, অস্ত্র ও চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর