# লিয়াকত হোসেন.......................................
রাজশাহী মহানগরীর নগরীর বোয়ালিয়া থানাধীন পাঠানপাড়া এলাকা থেকে গত ৬ দিন ধরে রাহুল আমিন (১৬) নামে এক হাফেজিয়া মাদ্রাসার ছাত্র নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়া গেছে। গত (শনিবার ) বিকেল ৫ টার সময় নিজ মাদ্রাসা থেকে পার্শ্ববর্তী মসজিদে নামাজ পড়ার জন্য বের হওয়ার পর থেকে সে নিখোঁজ রয়েছে। নিখোঁজ রাহুল রাজশাহী গোদাগাড়ী উপজেলার কাকনহাট পৌরসভার শুরমুনী পাড়ার নজরল ইসলামের ছেলে।
সে রাজশাহী জেলার বোয়ালিয়া থানার পাঠানপাড়া পদ্মা নদীর পার্শ্ববর্তী দরগাহ শরীফ সংলগ্ন হাফেজিয়া মাদরাসার হেফজো বিভাগের ছাত্র। তাকে অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পাওয়া গেলে এবিষয়ে গত ২৯/০৮/২০২২ ইং তারিখ রাত ৮ঃ০০টায় বোয়ালিয়া থানায় উপস্থিত সাধারন ডায়েরি (জিডি) করেছেন রাহুলের বাবা নজরুল ইসলাম। যার সাধারণ ডায়েরি নাম্বার-১৫০৮।পারিবারিক সুত্রে জানা যায়, গত শনিবার বিকাল ৫ঃ৩০ মিনিটের দিকে মসজিদের উদ্দেশ্যে মাদ্রাসা থেকে বের হয় রাহুল ।তারপর রবিবার মাদ্রাসা থেকে রাহুলের বাবা নজরুল ইসলামকে জানানো হয় নামাজের উদ্দেশ্য রাহুল বের হয়ে আজ রবিবারেও মাদ্রাসায় পৌঁছায়নি আপনার বাসায় চলে গেছে নাকি।এমন খবরে ভেঙ্গে পড়েন রাহুলের পরিবার। দিনভর বিভিন্ন স্থানে খোঁজাখুজির পর না পেয়ে সোমবার রাতে বোয়ালিয়া থানায় সাধারন ডায়রি করেন। নিখোঁজের বিষয়ে বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, সাধারণ ডায়েরি হয়েছে বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখা হবে। #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর