# লিয়াকত হোসেন ..........................................
রাজশাহী পবা উপজেলার মধুসুধনপুরের অটোরিক্সা চুরি করে পালানোর সময় স্থানীয় জনতার হাতে ১১ মামলার পলাতক আসামিকে আটক করেছে আরএমপি'র পবা মডেল থানা পুলিশ। আটককৃত আসামী মো: বিপুল বিশ্বাস (৩৭), সে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পিয়ারাখালী পশ্চিম টেংরী কাচারীপাড়া এলাকার মো: আব্দুর রাজ্জাক ওরফে রাজা বিশ্বাসের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী পবা উপজেলার মধুসুধনপুরের মৃত রফিকুল ইসলামের ছেলে সোহেল রানা গত ২৩ জুন দুপুর দের ১.৩০ টায় নওহাটা ছাগলহাটে মসজিদের সামনে ব্যাটারী চালিত অটোরিক্সাটি রেখে নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরে যায়। নামাজ শেষে মসজিদের বাইরে এসে দেখে তার অটোরিক্সাটি নাই। সে তার আত্বীয়-স্বজনের সহায়তায় অটোগাড়ি খোঁজাখুঁজি শুরু করে।
পরবর্তীতে সন্ধ্যা সাড়ে ৬ টায় বরইকুড়ি গ্রামের রাস্তা দিয়ে চুরি করা অটোরিক্সাটি নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতারবসহায়তায় পবা থানা পুলিশ একটি টিম আসামি বিপুলকে চোরাই অটো-সহ আটক করেন। এসময় আসামির কাছ থেকে দুইটি অটোর চাবি উদ্ধার হয়। আটককৃত আসামি বিপুলের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অটোরিক্সা চুরি-সহ ১১ টি মামলা রুজু রয়েছে। তার বিরুদ্ধে পবা থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।#
এডিট: সান
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর