জিয়াউল কবীর স্বপন: দীর্ঘ ১৬ বছর পর চালু হচ্ছে রাজশাহীর পবা উপজেলার ঐতিহ্যবাহী দামকুড়া পশুহাট। আজ বুধবার সকালে দামকুড়া পশুহাট প্রাঙ্গণে হাট কমিটির আয়োজনে এ পশু হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য, দামকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও পশুহাটের ইজারাদার শাহজাহান আলী। দামকুড়া পশুহাটটি ১ কোটি ১১ লাখ ১১ হাজার ১১১ টাকায় সর্বোচ্চ দরদাতা হিসেবে তিনি ইজারা নিয়েছেন। বিক্রেতাদের উৎসাহিত করতে গরু প্রতি ৪০০ টাকা এবং ছাগল প্রতি ২০০ টাকা ছাড় মূল্য নির্ধারণ করা হয়েছে। এই ছাড়পত্রের টাকা দিবেন পশু ক্রেতা।বিক্রেতাকে কোন ইজারা মূল্য দিতে হবে না বলে জানিয়েছেন পশুহাটের নতুন ইজারাদার শাহজাহান আলী চেয়ারম্যান।
তিনি সাংবাদিকদের জানান, ১৯৮৯ সালে সর্বপ্রথম দামকুড়া পশুহাটটি চালু হয়। কিন্তু স্বৈরাচার সরকারের আমলে ২০০৮ সালের পর থেকে কৌশলে দামকুড়া পশুহাটটি বন্ধ রাখা হয়েছিল। সপ্তাহে বুধবার ও রবিবার এই দুইদিন নগরীর সিটি হাট ও দামকুড়া পশুহাট বসে। এই দুই হাটের বার একই হওয়ায় কৌশলে ইজারা নিয়ে দীর্ঘ ১৬ বছর বন্ধ রাখা হয়েছিল দামকুড়া পশুহাটটি। কৌশলে বঞ্চিত করা হয়েছিল প্রায় অর্ধকোটি টাকার রাজস্ব।
দীর্ঘ ১৬ বছর পর আবার চালু হলো পবার ঐতিহ্যবাহী দামকুড়া পশুহাট। এতে পবা উপজেলা বাসীর ঐতিহাসিক আশা পুরুন হয়েছে।
দামকুড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক কিরণ, সদস্য সচিব নওশাদ আলী, হাট ইজারা কমিটির সদস্য ফিরোজ কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ী ও ডানপন্থি রাজনৈতিক নেতারা এ হাটের কার্যক্রম সফল হতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে সূত্র জানিয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর