নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীর পদ্মা নদীর বাঁধ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। আজ বুধবার দুপুরে রাজশাহীর হাইটেক পার্ক সংলগ্ন আই বাঁধে এই অভিযান পরিচালনা করা হয়। পুলিশ ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনিয়র সহকারী কমিশনার রকিবুল হাসান। অভিযানে ৮টি দোকান উচ্ছেদ করা হয়।
এলাকা সুত্রে জানাগেছে,এসব দলখদারদের কারণে নদীর তীরে যাতাযাতে সমস্যা হতো। জায়গাটি পানি উন্নয়ন বোর্ডের হলেও বেদখল হয়ে গিয়েছিল। আর উচ্ছেদের পর দোকানীরা বলেছেন, আশপাশে আরও দোকান এবং বাড়ি থাকলেও শুধু তাদের ৮টি দোকানই উচ্ছেদ করা হয়েছে। অভিযান শেষে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান বলেন,পানি উন্নয়ন বোর্ডের নির্মিত টি-বাঁধ ও আই-বাঁধে অবৈধ দখলদারদের তালিকা করা হয়েছে। সে অনুযায়ী উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। যদি কেউ বাদ পড়ে, তাহলে পরবর্তীতে তাদেরও উচ্ছেদ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন,পানি উন্নয়ন বোর্ডের রাজশাহীর উপবিভাগীয় প্রকৌশলী রাশেদুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী আবু হুরায়রা, সহকারী রাজস্ব কর্মকর্তা বেলাল উদ্দিন,রাজপাড়া থানার তদন্ত কর্মকর্তা আব্দুল আলিম প্রমুখ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর