# নিজস্ব প্রতিবেদক...................
রাজশাহীতে বন্ধুদের নিয়ে নদী তীরে ফুটবল খেলতে গিয়ে পদ্মা নদীতে নিখোঁজ এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে দমকল বাহিনীর কর্মীরা।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুর বারোটার দিকে জেলা পুলিশ সুপারের বাসভবনের বিপরীতে পদ্মা নদী থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। ওই শিক্ষার্থীর নাম তৌফিক আহম্মেদ ই্ফান (১৬)। তিনি বিনোদপুর এলাকার একেএম জাহিদুল ইসলাম বাবুর দশম শ্রেণীতে পড়ুয়া ছেলে।
দমকল বাহিনী রাজশাহীর স্টেশন অফিসার মোঃ বারির জানান, বন্ধুদের নিয়ে বৃহস্পতিবার সকালে নগরীর টি-বাঁধ সংলগ্ন নদী তীরে ফুটবল খেলতে যায় ইফান। একপর্যায়ে বলটি নদীতে পড়ে গেলে বলটি আনতে নদীতে নামলে স্রতে পানিতে তলিয়ে যায় ।
স্থানীয়রা দমকল বাহিনীর কর্মীদের ফোন দিলে তারা এসে খোঁজাখুঁজির পর দুপুর ১২ টার দিকে ইফানের লাশ পুলিশ সুপারের বাসভবনের বিপরীতে পদ্মা নদী থেকে উদ্ধার করে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর