মো. মসিউর রহমান, দুর্গাপুর, রাজশাহী থেকে...........................................
আজ রবিবার বিকেলে হঠাৎ করে মুষলধারে বৃষ্টি শুরু হয় দীর্ঘ সময় ধরে। এতে সিংগা বাজারের সবজি ব্যবসায়ীরা কঠিন বিপাকে পড়ে যায় এবং অনেক কাঁচামাল বৃষ্টির পানিতে ভেসে যায়। বৃষ্টিপাতের দরুন কেনাকাটাও কম হয়েছে। যে সময় বাজারে লোক আসার কথা ঠিক সেসময় প্রচুর আকষ্মিক বৃষ্টি হওয়ায় ব্যাবসায়ী এবং হাটুরেগণ চরম বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে। তাদের বিক্রয়কৃত সবজিগুলো তেমন আর বিক্রি হয়নি। কিছু বিক্রি হলেও দামও কম পেয়েছে।
এ বাজারে পানি নিস্কাশনের তেমন ব্যবস্থা না থাকায় এবং বেশি পরিমাণ বৃষ্টিপাত হওয়ায় এক প্রকার জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে সাধারণ হাটুরেদের চলাচলের সমস্যা হেয়ে অনেকাংশৈ। এবাজারের পরিবেশের মান আরো খানিকটা বৃদ্ধির দাবি জানিয়েছে ব্যবসায়ীরা
বাজারের এক দরিদ্র ব্যবসায়ী মোঃ বেলাল হোসেন( ৪০)গ্রামঃ আমগাছি তিনি বলেন, প্রায় ১০ কিলোমিটার দূর হতে দুর্গাপুর বাজারে আসেন খুব ভোরে, চড়া দামে আলু, বেগুন, পটল, পেঁপে, মুলা, মিষ্টি কদু, ক্রয় করেন। কিছু মালামাল বৃষ্টির পানিতে ভেসে গেলেও আরো অনেক মালামাল তার আছে যা আজকে হয়তো বিক্রি হবে না। বাড়িতে কখন ফিরবে তা সে নিজেও জানেনা। বেলালের মত এরকম শতাধিক সবজি বিক্রেতা আছে যাদের আশা ভরসা বৃষ্টির পানিতে এভাবেই ভেসে গেছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর