# নাজিম হাসান, রাজশাহী.........................................................................
রাজশাহীর বাগমারায় পুকুরের পানিতে ডুবে তামিম নামের দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডেএ চকিরপাড়া মহল্লায় এঘটনা ঘটে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, ওই মহল্লার রানার ছেলে দেড় বছর বয়সী শিশু পুত্র তামিম সবার অগোচরে খেলতে গিয়ে বাড়ির পাশে থাকা বড় পুকুর নামক একটি পুকুরের পানিতে ডুবে যায়। এরপর বাড়ির লোকজন তাকে দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোজাখুজি শুরু করেন। এরপর বাড়ির পাশে পুকুরে দেখেন তামিম পানিতে ভাসছে। তখন তার মা ও ফুফু তামিমকে পুকুর থেকে উদ্ধার করে ওপরে নিয়ে এসে তার মা বুকের দুধ খাওয়ায়। এবং তাকে শুয়ে দেয়। এরপর তার মুখ দিয়ে ফেপড়া উঠা দেখতে পেয়ে পরিবারের লোকজন তামিমকে পার্শবর্ত্তি একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে,দেড় বছরের শিশু পুত্র তামিমের আকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর