প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৪, ২০২৫, ৮:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২০, ২০২২, ১০:০৩ এ.এম
রাজশাহীর তানোরে রাস্তার গাছ চুরির অভিযোগ

# মমিনুল ইসলাম মুন, তানোর, রাজশাহী থেকে................................
রাজশাহীর তানোরে বিএমডিএ রোপিত রাস্তার ধারের গাছ চুরির অভিযোগ উঠেছে। তানোরের বাঁধাইড় ইউনিয়নের (ইউপি) জুমারপাড়া মোড় সংলগ্ন তানোর-আমনুরা রাস্তার ধারে এই গাছ চুরির ঘটনা ঘটেছে।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, সরকারি রাস্তার ধারের যেকোনো গাছ সেটা যদি নিজের রোপণ করা হয় তাহলে সেই গাছ কাটতে হলেও উপজেলা প্রশাসনের অনুমতি নেয়ার বাধ্যবাধকতা রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, জুমারপাড়া মোড় সংলগ্ন মৃত মোসলেম উদ্দিনের পুত্র বাবুল মোস্তফা রাস্তার ধারের একটি বরই গাছ ও দুটি শিশুগাছ চুরি করে কেটে নিয়েছে। অন্যদিকে মৃত মজিবুর রহমানের পুত্র আবুল কাশেম রাস্তার ধারের একটি পরিপক্ক শালগাছ ও একটি শিশুগাছ চুরি করে কেটে নিয়েছে।
তারা বলেন, এসব গাছ বিএমডিএ রোপণ করেছিল। এবিষয়ে জানতে চাইলে বাবুল মোস্তফা ও আবুল কাশেম বলেন, চুরি হবে কেনো তাদের লাগানো গাছ তারা কেটেছেন, অনুমতি লাগবে কেনো। তারা বলেন, জায়গা মেপে যদি রাস্তার গাছ হয় তাহলে তারা ফেরৎ দিবেন, এছাড়া ইউপি চেয়ারম্যানকে তারা বিষয়টি অবগত করেছেন।
এবিষয়ে তানোর বিএমডিএ'র সহকারী প্রকৌশলী মাহফুজুর হক বলেন,বিষয়টি তার জানা নেই, তবে এবিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#
সান/০১
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর