মোহনপুর প্রতিনিধি................................................
রাজশাহীর তানোর পৌর এলাকার সীমান্তবর্তী বিলে নিখোঁজের ৮ দিন পর মৎস্যজীবি সঞ্জিত (৩৫) নামের যুবকের লাশ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেন মোহনপুর থানার অফিসার ইনচার্জ ওসি সেলিম বাদশাহ্ ও তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম। ১৬ ই জুলাই রোববার দুপুরের পরে কালিগঞ্জ মাসিন্দা হালদার পাড়া বিল ও মোহনপুর সীমানা থেকে উদ্ধারের ঘটনা ঘটে। এঘটনায় এলাকাজুড়ে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সঞ্জিতের বাড়ি কালিগঞ্জ মাসিন্দা হালদার পাড়া গ্রামের বিষ্ণুপদ এর ছেলে।
তানোর থানার ওসি আব্দুর রহিম ঘটনার সত্যতা শিকার করে বলেন, তার পরিবারের লোক গত ৮ জুলাই সঞ্জিত নিখোঁজ আছে বলে থানায় একটি জিডি করেন। এরপর থেকে পুলিশ নানা ভাবে নিখোঁজ সঞ্জিতকে উদ্ধারে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে কোন খোঁজ পাননি। রোববার দুপুরের দিকে সঞ্জিতের মরদেহ বিলে ভাঁসতে দেখে এলাকার লোকজন ফোন করেন। সাথে সাথে দুই থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে । কিন্তু যে জায়গায় লাশ ছিল সেটি মোহনপুর সীমানার মধ্যে পড়ায় মরদেহ মোহনপুর থানায় রয়েছে।
এলাকাবাসী ধারণা করছে সঞ্জিতকে পূর্ব শত্রুতার জের হিসেবে কৌশলে নিয়ে গিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে। তবে হত্যাকান্ডের কারণ কেউ জানাতে পারেনি। এনিয়ে এলাকায় বেশ গুঞ্জন হচ্ছে। হত্যা না আত্মহত্যা তা সঠিকভাবে নির্ণয় করে পশাসনিক পদক্ষেপ নিতে হবে।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ ওসি সেলিম বাদশাহ্ জানান, মরদেহ বিলের পানিতে ভাঁসতে দেখে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এটি আত্মহত্যা নাকি কেউ মেরে বিলে ভাসিয়ে দিয়েছেন জানতে চাইলে তিনি জানান, লাশ ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছুই বলা যাবেনা।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর