মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসা. নাঈমা খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তানোর প্রেসক্লাবের সাংবাদিকরা। নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সাংবাদিকরা তাঁর দায়িত্বপালনের সফলতা কামনা করেন।
এ সময় তানোর প্রেসক্লাবের সভাপতি সাঈদ সাজু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, সহ-সভাপতি আশরাফুল ইসলাম রঞ্জু, ক্যাশিয়ার ইমরান হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিঠু, দপ্তর সম্পাদক সুজন ইসলাম, সদস্য মমিনুল ইসলাম মুন এবং ক্যামেরাম্যান সোহাগ খান উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে ইউএনও নাঈমা খান সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিভিন্ন কার্যক্রমে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “একটি উপজেলা পরিচালনায় প্রশাসনের পাশাপাশি সাংবাদিকদেরও গঠনমূলক ভূমিকা গুরুত্বপূর্ণ। তানোরকে উন্নত, স্বচ্ছ ও সেবামুখী উপজেলা হিসেবে গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করতে হবে।”
অন্যদিকে প্রেসক্লাব নেতৃবৃন্দও বিভিন্ন সময়ে প্রশাসনিক কাজে সাংবাদিকদের সহযোগিতার আশ্বাস দেন এবং জনগণের সমস্যা সমাধানে ইউএনও’র আন্তরিক ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।
স্থানীয় সাংবাদিকরা জানান, নবাগত ইউএনওর আন্তরিকতা ও ইতিবাচক মনোভাব তানোরবাসীর জন্য একটি শুভ বার্তা বহন করছে। তাঁর মাধ্যমে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তারা।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর