প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৫, ৫:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১, ২০২২, ৪:৩৪ পি.এম
রাজশাহীর তানোরে দিনদুপুরে গাছ চুরি

ছবি: মুন
# মমিনুল ইসলাম মুন, বরেন্দ্র অঞ্চল থেকে.................................
রাজশাহীর তানোরে দিনদুপুরে বিএমডিএ রোপিত রাস্তার ধারের গাছ চুরির অভিযোগ উঠেছে। তানোর পৌরসভার এক নম্বর ওয়ার্ড হরিদেবপুর মহল্লায় এই ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, ৩১মে মঙ্গলবার দুপুরে হরিদেবপুর গ্রামের মৃত আছর আলীর পুত্র সিরাজুল ইসলাম, দিনদুপুরে হরিদেবপুর মোড়ে রাস্তার ধারের পরিপক্ক বড় একটি তাজা মেহগুনি গাছ কেটেছে, যার বাজার মুল্য প্রায় ৫০ হাজার টাকা। এঘটনায় মহল্লাবাসির মাঝে চরম অসন্তোস সৃষ্টি হয়েছে।
এবিষয়ে জানতে চাইলে সিরাজুল ইসলাম বলেন, পাকা রাস্তার ধারে হলেও এটা সরকারি রাস্তা নয়, তাছাড়া তিনি তার জায়গায় এই গাছ রোপণ করেছিলেন। তিনি বলেন, খাইরুল ইসলাম মাস্টারের সঙ্গে কথা বলে তিনি গাছ কেটেছেন। তিনি চুরি করে কোনো গাছ কাটেননি।
এবিষয়ে খাইরুল ইসলাম মাস্টার বলেন, তিনি তার জায়গার গাছ কেটেছেন, তবে তিনি কাউকে গাছ কাটার কথা বলেননি। এবিষয়ে তানোর বিএমডিএ'র সহকারী প্রকৌশলী মাহফুজুর হক বলেন, বিষয়টি তার জানা নেই, তবে এবিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#
এডিট: আরজা/০৮
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর