# মমিনুল ইসলাম মুন, বরেন্দ্র অঞ্চল ................................
রাজশাহীর তানোরে তালাবদ্ধ বাড়ির বারান্দা থেকে এক ব্যক্তির দূর্গন্ধ ছড়ানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তানোর উপজেলা পরিষদ ক্যাম্পাস সংলগ্ন হিন্দুপাড়া মহল্লায় এঘটনা ঘটেছে। তবে লাশ উদ্ধার হলেও পরিবারের আর কাউকে পাওয়া যায়নি। ফলে লাশের নাম পরিচয় এখনো মেলেনি।
জানা গেছে, ৭ সেপ্টেম্বর বুধবার বিকেল রাজশাহীর (গোদাগাড়ী সার্কেল) সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামানের উপস্থিতিতে ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়। তবে, অজ্ঞাত এমন লাশ সনাক্তের ব্যাপারে সিআইডিকে অবহিত করা হয়েছে বলে পুলিশ জানান। এদিকে ঘটনাস্থল থেকে একটি বন্ধ মোবাইল ফোন উদ্ধার করা হয়। কিন্তু এই প্রতিবেদন তৈরী পর্যন্ত লাশের নাম পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা ক্যাম্পাসের পশ্চিম দিকের সিমানা প্রাচীর সংলগ্ন বাঁশঝাড়ের ভিতরে মৃত মোস্তাফা মিস্ত্রীর বাড়ির বারান্দায় অজ্ঞাত যুবকের ঝুলন্ত দূর্গন্ধময় লাশ মহল্লাবাসী দেখতে পাই। পরে তানোর থানা পুলিশে খবর দেয়া হলে থানার ইন্সপেক্টর (তদন্ত) ওসমান গনি প্রয়োজনীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে অবস্থান করেন। পরে গোদাগাড়ী সার্কেল এএসপির নেতৃত্বে পুলিশ তালাবদ্ধ বাড়ি থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে ওই একই স্থানে আরও তিন বোনের পৃথক বাড়ি রয়েছে। কিন্তু ওই বাড়িসহ আর সব বাড়ি তালাবন্ধ রয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর