বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি................................
রাজশাহীর তানোরের চাদপুর গ্রামে চাদপুর মাদ্রাসার নাইট গার্ড হান্নান এর ইয়াবা খাওয়ার ছবি মোবাইলে তোলার কারনে গতকাল শনিবার ঐ নাইটগার্ড ক্ষিপ্ত হয়ে চাদপুর গ্রামের মাইনুল ও তার স্ত্রীর উপর হামলা করে। এতে মাইনুল মারাত্মক আহত হয়। পরে মাইনুল ও তার স্ত্রী তানোর সাস্থ্য কেন্দ্রে ভর্তি হয়ে চিকিৎসা নেয়। প্রাথমিক চিকিৎসা শেষে তারা থানায় গিয়ে নাইট গার্ড হান্নান এর বিরুদ্ধে অভিযোগ দেয়।
এ বিষয়ে নাইট গার্ড হান্নান বলেন মাইনুল আমার বন্ধু। তাই ওর সাথে বসে সিগারেট খাচ্ছি লাম। তখন বলে এগুলো খেয়ে দেখ খুব ভালো লাগবে। বলে আমাকে ইয়াবা খাওয়াই ও ছবি তুলে। তখন আমি বলি আমার এ ছবি তুললি কেন। ডিলেট কর। তখন ডিলেট না করে চলে যেতে লাগলে আমার রাগ উঠলে ওখানে পড়ে থাকা বাশের বাতা দিয়ে কয়েক টা বাড়ি তার পিঠে দিয়েছি। এর বেশি কিছু আর ঘটেনি।
এ বিষয়ে থানার তদন্ত কর্মকর্তা এস আই শফিকুল বলেন অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর