মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়নের মালবান্ধা হঠাৎপাড়া এলাকায় দেড় বছর ধরে আশ্রিত অবস্থায় রয়েছেন এক অজ্ঞাতনামা প্রতিবন্ধী মহিলা। স্থানীয় ছলিম উদ্দিনের বাড়িতে আশ্রয় নিয়ে তিনি বসবাস করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে মালবান্ধা বাজারে ওই মহিলা কে ঘোরাঘুরি করতে দেখে ছলিম উদ্দিন তাকে বাড়িতে নিয়ে যান। এরপর থেকে তিনি ওই বাড়িতেই অবস্থান করছেন। স্বজনদের খোঁজে বিভিন্ন এলাকায় চেষ্টা চালানো হলেও তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রতিবন্ধী হওয়ায় মহিলা স্পষ্টভাবে কথা বলতে পারেন না। তবে তিনি ‘ভাই’, ‘বোন’, ‘মা’—এমন কিছু শব্দ উচ্চারণ করতে সক্ষম হলেও নিজের নাম কিংবা ঠিকানা বলতে পারেন না। মাঝে মাঝেই তিনি কাঁদতে কাঁদতে নিজ বাড়িতে ফিরতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে অজ্ঞাতনামা এ মহিলা ছলিম উদ্দিনের আশ্রয়ে থাকলেও তার পরিবারের খোঁজ মেলেনি। বিষয়টি প্রশাসনসহ সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর