আলিফ হোসেন, তানোর...................................................
রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ঘিরে দলের নেতা ও কর্মী-সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি প্রাণচাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। সম্মেলনে পদ প্রত্যাশীরা নিজ নিজ কর্মী-সমর্থকদের নিয়ে নিজেদের গ্রহণযোগ্যতা তুলে ধরে গণসংযোগ করছেন।
এদিকে পদ প্রত্যাশীরা নিজেদের অবস্থান জানান দিতে ব্যাপক শোডাউনের প্রস্ত্ততি নিচ্ছেন। ফলে মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের নেতাকর্মীদের পদচারণায় পৌর সদরে সাজ সাজ রব।
জানা গেছে, আজ ২৩ জুলাই রোববার তানোরের মুন্ডুমালা সরকারি উচ্চ বিদ্যালয় চত্ত্বরে মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এদিন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। এদিকে সভাপতি পদে একক প্রার্থী হিসেবে সম্পাদক আমির হোসেন আমিন আলোচনায় রয়েছে। সম্মেলন ঘিরে নেতাদের কাছে কর্মীদের বেশ কদরও বেড়েছে। তিনি দীর্ঘ প্রায় ৯ বছর যাবত পৌর আওয়ামী লীগের সম্পাদকের দায়িত্ব পালন করছেন।এছাড়াও তিনি তিন বার কাউন্সিলর ও দুইবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে সম্পাদক পদে এ্যাডঃ সাজেমান আলী ও কাউন্সিলর মোহাম্মদ হোসেন মন্টুর নাম আলোচনার রয়েছে। তাদের মধ্যেই তীব্র প্রতিদন্দিতা হবে। মন্টু একটানা ৩ বার কাউন্সিলর নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে চলেছেন। এবার নবীন-প্রবীণের সমন্বয়ে পৌর আওয়ামী লীগের যুগোপযোগী কমিটি উপহার দেয়া হবে বলে নেতাকর্মীরা প্রত্যাশা করছেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর