# লিয়াকত হোসেন ..................................
রাজশাহী চারঘাট পৌরসভার ৮ নং ওয়ার্ডের মেরামতপুর আইনালপাড়া এলাকায় বৃহস্পতিবার (২৩ জুন) সকালে ৩৪০ কেজি ভেজাল আখের গুড় এবং ভেজাল গুড় তৈরীর উপাদান সামগ্রীসহ ০২ জনকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশের একটি টিম।
আটককৃত আসামীরা হলো, মোঃ আকবর আলী (৫৫) ও তার স্ত্রী মোসাঃ তাহেরা বেগম (৩৭)।
আটক মোঃ আকবর আলী চারঘাট পৌরসভার মেরামতপুর (আইনালপাড়া) এলাকার মৃত আজাহার আলীর ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, চারঘাট পৌরসভার মেরামতপুর (আইনালপাড়া) এলাকায় আকবর আলী ও পলাতক ৩নং আসামী মাজদার রহমান দীর্ঘদিন থেকে নিজ বসত বাড়িতে চিনির সাথে চুন, হাইড্রোজ, ফিটকিরি, ডালডা ও বিভিন্ন রাসায়নিক উপাদান মিশিয়ে ভেজাল আখের গুড় তৈরী করে আসছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সনাতন চক্রবর্তীর দিক নির্দেশনায় ওসি ডিবি মোঃ রবিউল ইসলামের নেতৃত্বে একটি টিম ভেজাল গুড় তৈরির সময় তাদের গ্রেফতার করে। গ্রেপ্তারকৃতরা দেশের বিভিন্ন স্থানে এই ভেজাল গুড় বাজারজাত করে আসছিলেন বলে তারা স্বীকার করেন।
গ্রেপ্তারকৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে চারঘাট মডেল থানায় মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদন্তাধীন।#
সান/০৪
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর