র্যাবের হাতে গ্রেফতার জিয়াউক কবীর: কিশোর গ্যাং নেতা ককটেল রাব্বি ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব-৫। আজ বুধবার রাজশাহী জেলার গোদাগাড়ী থানার রেলগেট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ককটেল রাব্বি (২৫),বিরুদ্ধে পূর্বেও নাশকতার অভিযোগ রয়েছে। আসন্ন দুর্গাপূজায় সহিংসতা ঘটানোর পরিকল্পনা করছে এ সংবাদের প্রমানের ভিত্তিতে রাব্বি ও তার অন্য দুই সহযোগী জাকির হোসেন (৩৫) ও জিঞ্জির সোহেল (৩০),কে গ্রেফতার করা হয়।
এর আগে চাঁপাইনবাবগঞ্জের স্টেডিয়াম মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘটিত এক সংঘর্ষে দুইটি ককটেল বিস্ফোরণ ঘটে, যা এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়। সেই ঘটনার পর থেকে রাব্বি পলাতক ছিল। এর আগেও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে রাব্বির ৫ জন সহযোগীকে গ্রেফতার করা হয়েছিল, কিন্তু রাব্বি ধরা ছোঁয়ার বাইরে ছিল বলে সুত্র জানিয়েছে।
ককটেল রাব্বি এবং তার সন্ত্রাসী নেটওয়ার্কের উপর বড় ধরনের আঘাত হানতে সক্ষম হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে এলাকাবাসী জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর